নতুন বইয়ের ঘ্রাণ

ভাওয়াইয়ার দেশে গাড়িয়ালের গান

সুশান্ত কুমার রায়

সংগীতই জ্ঞান। চৌষট্টি প্রকার কলাবিদ্যার মধ্যে সংগীতের স্থান সবার শীর্ষে। আর বাংলা সংগীতের ধারা সুদূর প্রাচীনকাল থেকেই। লোকসংগীতের অমীয় সাগরে প্রাণবন্ত ও প্রবাহমান একটি ধারা ভাওয়াইয়া, যা আজও বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের কোচবিহার, আসাম, জলপাইগুড়ি জেলার বৃহৎ জনগোষ্ঠীর অন্তরের গান। লোকসংগীতের একটি অসাধারণ হৃদয়গ্রাহী শাখা ভাওয়াইয়া। উত্তরাঞ্চলের গ্রামীণ শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা, সমাজ, পরিবেশ, প্রকৃতি, ইতিহাস-ঐতিহ্য, উৎসব-পর্ব, আচার-আচরণ, বিশ্বাস-অবিশ্বাস, লাঞ্ছনা-বঞ্চনা-গঞ্জনা, শ্রেণি-বৈষম্য ইত্যাদি বাঙময় হয়ে ফুটে উঠেছে ভাওয়াইয়ার কথা ও সুরের মূর্ছনায়। ভাওয়াইয়ার ভাব, ভাবনা, বিষয়, বাণীর ভাষা আঞ্চলিক কথ্যরীতি প্রভাবপুষ্ট এবং আঞ্চলিকতার আবেশে উদ্ভাসিত বৈশিষ্ট্যময় সুরের মূর্ছনায় ঝর্ণাধারা সতত প্রবাহমান। মাটি, মানুষ ও হৃদয়ের গভীর থেকে উৎসারিত উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী লোকসংগীত তথা আমাদের প্রাণের সংগীত ভাওয়াইয়া।