পরিচিতি

সুশান্ত কুমার রায়


জন্ম ১৯৮০ সালের ৬ নভেম্বর উলিপুর উপজেলার কুড়িগ্রাম জেলায়। মাতা প্রয়াত ভৈরবী রাণী রায় ও পিতা মোহিনী কিশোর রায়। পঞ্চম শ্রেণিতে ‘প্রাথমিক শিক্ষা সমাপনী’ পরীক্ষায় অংশ গ্রহন করে জয়কালী প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে উলিপুর উপজেলায় ‘পঞ্চম স্থান’ অধিকার করেন। পঞ্চম ও অষ্টম উভয় শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন। দুর্গাপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে এস. এস. সি. এবং কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে ১৯৯৭ সালে এইচ. এস. সি. পরীক্ষায় প্রথম বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। 
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে ২০০১ সালে স্নাতক এবং ২০০২ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণিতে ‘পঞ্চম স্থান’ এবং স্নাতকোত্তর-এ প্রথম শ্রেণিতে ‘দশম স্থান’ অধিকার করেন। ভালো ফলাফলের স্বীকৃতি স্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক লাভ করেন।বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে ‘ইউনিসেফ’ এর সহায্যপুষ্ট সেন্টার ফর ম্যাস ইডুকেশন ইন সায়েন্স ( সি.এম.ই.এস. ) নামক একটি বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত ‘কিশোরী অভিযান’ প্রোগ্রামে এ যোগদানের মধ্য দিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ। অতঃপর কুড়িগ্রাম সরকারি কলেজ-এ উদ্ভিদ বিজ্ঞান বিভাগে খন্ডকালীন অতিথি শিক্ষক হিসাবে দুই বছর শিক্ষকতা করেন। পরবর্তীতে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড’-এ সম্প্রসারণ বিভাগে দুই বছর চাকুরি করার পর বর্তমানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মরত আছেন। স্থানীয় ও জাতীয় বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক পত্র-পত্রিকায় উপ-সম্পাদকীয়, গবেষণামূলক প্রবন্ধ, কবিতা, ছোটগল্প, ছড়া ও গান নিয়মিত লিখে আসছেন।  সহধর্মিনী শিউলী রাণী রায় ও বড় ছেলে আদিত্য কুমার রায় একজন অঙ্কন শিল্পী এবং ছোট ছেলে দিব্যজ্যোতি রায়।


সম্প্রতি ভারতের ঝাড়খন্ড প্রদেশের ধানবাদ থেকে প্রকাশিত সাহিত্য-সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক গবেষণামূলক পত্রিকা “আমি অনন্যা” এর উপদেষ্টা পর্ষদের সদস্য মনোনীত হয়েছেন। একটি বিজ্ঞান বিষয়ক  যৌথগবেষণাকর্ম অধ্যাপক ড. মো. ফিরোজ আলম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর তত্ত্বাবধানে ২০১৯ সালে Laboratory of Amelioration and Protection of Olive Genetic Resources, Olive Tree Institute University of Sfax, Sfax, Tunisia, এর প্রধান সম্পাদক Dr. Karim Ennouri  এর সম্পাদনায়  Horticultural Biotechnology Research এ প্রকাশিত হয়েছে।
গবেষণা: স্নাতক শ্রেণিতে অধ্যয়নকালে গমের উপর গবেষণা করেন। গবেষণার বিষয়বস্তু ছিলো “Growth analysis of two wheat varieties ( Triticum aestivum L. ) under different soil moisture regimes”। পরবর্তীতে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নকালে শসার উপর গবেষণাকর্ম সম্পাদন করেন। গবেষণার অভিসন্দর্ভ ছিলো “In vitro Culture Perspective: Meristem Culture, Micropropagation, Callus Induction and Plant Regeneration in Cucumber ( Cucumis sativus L. )। এছাড়াও লোকসংগীত ভাওয়াইয়া নিয়ে দীর্ঘ সময় ধরে গবেষণা করছেন।



 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী মহোদয়ের কাছ থেকে ক্রেস্ট গ্রহন