আদিত্য কুমার রায়

প্রথম স্কুল বেজ এডুকেয়ার। আদিত্য কুমার রায়, বেজ এডুকেয়ার, মাহিগঞ্জ, রংপুরে প্রথম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে। বেজ এডুকেয়ার এর অধ্যক্ষ  সুরেশ চন্দ্র রায় মহোদয় এর সাথে।
অঙ্কনশিল্পী আদিত্য কুমার রায়কে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৬ তে কৃতিত্বপূর্ণ ফলাফল জিপিএ-৫ প্রাপ্তিতে অভিনন্দন জানান এবং উৎসাহ স্বরূপ উপহার হিসেবে বই পুরস্কার প্রদান করেন রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক  মো. আব্দুর রহিম মহোদয় ।
ফাকল্ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ,লালমনিরহাট থেকে অংশ গ্রহন করে স্কুল পর্যায়ে বন্ধুদের সাথে ক্রেস্ট হাতে আদিত্য কুমার রায়।
বার্ষিক পরীক্ষা-২০১৭ ষষ্ঠ শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করায় অভিনন্দিত করেন ফাকল্ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর সভাপতি ও পুলিশ সুপার  মো. রশিদুল হক মহোদয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয় এবং আনসার ও ভিডিপি, জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) লালমনিরহাট, বিকাশ চন্দ্র দাস মহোদয় অঙ্কন শিল্পী আদিত্য কুমার রায় এর প্রাথমিক শিক্ষা সমাপনী-২০১৬ তে ভালো ফলাফল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভের জন্য এককালীন বৃত্তি প্রদান করেন। 
গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে  ফাকল্ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে অংশ গ্রহন করে আদিত্য কুমার রায় এর প্রথম স্থান অর্জন।
গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত অন্যান্য প্রতিযোগীদের সাথে
আদিত্য কুমার রায় তৃতীয় শ্রেণিতে অধ্যয়নকালীন সময়ে বৃত্তি পরীক্ষার সনদ গ্রহন করছেন ফাকল্ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ  সুরেন্দ্র নাথ বর্মা মহোদয় এর কাছে থেকে।
বিশ্বসাহিত্য কেন্দ্র কতৃর্ক আয়োজিত স্কুল পর্যায়ে ফাকল্ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে বই পড়া কর্মসূচিতে অংশ গ্রহন করে শুভেচ্ছা পুরস্কার পেয়েছে  আদিত্য কুমার রায়।
কিশোর বাতায়ন কর্তৃক জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ফাকল্ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে  অংশ গ্রহন করে শুভেচ্ছা পুরস্কার পেয়েছে বড়  আদিত্য কুমার রায়।
ছেলে আদিত্য কুমার রায় এর পেন্সিল স্কেচে আঁকা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, আদিতমারী শাখা, লামনিরহাট এর ব্যবস্থাপক  মো. আমিনুর রহমান মহোদয় এর ছবিটি প্রদানকালে।
ছোট ভাই দিব্যজ্যোতিকে নিয়ে অঙ্কনের কাজে ব্যস্ত। 

বেজ এডুকেয়ার

ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ

আদিত্য কুমার রায়  এর অঙ্কন

বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত

আদিত্য কুমার রায়ের অঙ্কন  বিভিন্ন জাতীয় দৈনিকে


দৈনিক আমাদের সময়। ১২মার্চ।২০২১ । সন্ধ্যার প্রকৃতি ও ঘাটে বাঁধা নৌকা।

দৈনিক ইত্তেফাক । ৯ নভেম্বর।২০১৮। গ্রাম

দৈনিক আমাদের সময়। ১ ডিসেম্বর । ২০১৬। রাখাল।

দৈনিক ইত্তেফাক। ২ ফেব্রুয়ারি। ২০১৮। গ্রামবাংলা।

দৈনিক আমাদের সময়। ১৮ আগস্ট্ ২০১৬। পাহাড়ের কোল ঘেঁষে মেঘ ও নীল আকাশ।

দৈনিক আমাদের সময়। ১৯ মে। ২০১৬। ধান কাটা।

দৈনিক আমাদের সময়। ২০ এপ্রিল। ২০১৭। বসন্তদূত।

দৈনিক আমাদের সময়। ১৭ জানুয়ারি। ২০১৯। পিঠা-পুলি তৈরির জন্য  ঢেঁকি ও উড়ুন গাইনে ধান ভানা।

দৈনিক ইত্তেফাক। ১৪ মার্চ। ২০২১। খেজুরের রস সংগ্রহ।

দৈনিক আমাদের সময়। ১৯ এপ্রিল। ২০১৮। খাদ্যশস্য ভুট্টা।

দৈনিক ইত্তেফাক।  ২২ নভেম্বর্ ২০১৯। ধান মাড়াই।

দৈনিক আমাদের সময়। ৭ সেপ্টেম্বর। ২০১৭। নদী ও পাল তোলা নৌকা।

দৈনিক আমাদের সময়। ১২ জুন। ২০২০। জমিতে চাষ।

একপর্ণিকা।  জুলাই। ২০২০। ভাষা আন্দোলন।

দৈনিক ইত্তেফাক। ১৪ মার্চ। ২০২১। চাষী।

দৈনিক আমাদের সময়। ২৮ আগস্ট। ২০২০। নৌকা-নদী ও মাঝি।

দৈনিক সমকাল। ১৯ জানুয়ারি। ২০১৬। শীতে খেজুর রস সংগ্রহ ও পিঠাপুলি প্রস্তুতি।

দৈনিক আমাদের সময়। ৩ আগস্ট। ২০১৭। নাইওরি ও গরুর গাড়ি।

দৈনিক আমাদের সময়। ২০ নভেস্বর। ২০২০। নবান্ন।

দৈনিক জনকন্ঠ। ২২ এপ্রিল । ২০১৭। ঢেঁকি-উরুন-গাইন।

একপর্ণিকা শারদ সংখ্যা ১৪২৮। মৃৎশিল্পী।