কলাবউ শারদ সংখ্যা-১৪২৮    ।।     দুর্গাপূজোর উপর আপনার সেরা লেখাটি আজই পাঠিয়ে দিন

সুধী,


শারদ শুভেচ্ছা নিন।


মাতৃ আরাধনা অঙ্গন, লেখক সরণি, থানাপাড়া, লালমনিরহাট, বাংলাদেশ- এর যুগপূর্তি উপলক্ষ্যে ‘শারদ সংখ্যা’-১৪২৮ "কলাবউ" প্রকাশিত হতে চলেছে। সন্মানীয় কবি , প্রাবন্ধিক, গল্পকার, ছড়াকার ও লেখকগণকে “কলাবউ” এর ইমেইলে দুর্গাপূজোর উপর  কবিতা, মুক্তগদ্য, ছড়া, প্রবন্ধ, গল্প, পুজোর স্মৃতিকথা, রম্যরচনা  পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।


ইমেইল- kolabou.lal2@gmail.com

 অথবা-sk_roy11@yahoo.com


প্রচ্ছদশিল্পী- অবিনাশ আচার্য


কলাবউ সম্পাদনা পর্ষদ


নিশিকান্ত রায় (সম্পাদক)

সুশান্ত কুমার রায় ( সম্পাদনা সহযোগী )

পিকে বিক্রম (কবি ও সংগঠক)

রাজু রহমান দুলু (কবি ও সংগঠক)

উত্তম রায় (সমাজকর্মী)

শুভ্র শোভন রায় / অর্ক (গল্পকার)

কলাবউ সম্পাদনা পর্ষদ

সমপাদক-নিশিকান্ত রায়


সুশান্ত কুমার রায়-সম্পাদনা সহযোগি

পিকে বিক্রম-কবি ও সংগঠক

রাজু রহমান দুলু - কবি ও সংগঠক

উত্তম রায়-সমাজকর্মী

শুভ্র শোভন রায়-অর্ক - গল্পকার