সার্থক জনম সুশান্ত কুমার রায়
সার্থক জনম মাগো আমারজন্মেছি এই দেশে,হয়েছি বড়- তোমার কোলে মাগোধূলো-কাঁদামাটি মেখে।
হাজারো মায়ার বাঁধনেবেঁধে রেখেছো- তুমি যে মাগো,শত জনম ধরে-তোমার আঁচলে বাঁধা থাকি যেন- গো।
পাল তুলে হাল ধরেগায় মাঝি গান,কী! অপরূপ শোভা তোমারভরে যায় প্রাণ।
মাঠে-ঘাটে বাজে রাখালের বাঁশিকৃষকের মুখে দেখি মধুর হাসি,সাগরের ঢেউ আর নদীর কলতানফুলের হাসিতে চলে কোকিলের গান।
শরতের নীলাকাশে ছুটে চলেসাদা মেঘের ভেলা,বক আর পানকৌড়ির দলনীড়ে ফিরে যে- সন্ধ্যাবেলা।
মাগো, ধন্য আমি- ধন্য মাগোচেয়ে দেখি যতদূর,এক জনমে মিটবে না আশাএ যে সীমাহীন সমুদ্দূর।
কী যে বলি ? মাগোকী করে ভুলি যে তোমায় !মরণের পরে, তোমার চরণ তলেদিও মাগো- ঠাঁই আমায়।
Successful BirthSushanta Kumar Roy
Successful birth, my motherBorn in this country,I grew up - mother in your lapDust and mud.
Thousands of kindness tiedYou're tied up - you're that mother,For hundreds of births-I am tied to your area as if - mother.
Lifted the sail and took the helmSings the boatman,What! Your beauty is beautifulFills the soul.
Shepherd's flute sound in the fieldI see a sweet smile on the farmer's face,The waves of the sea and the murmur of the riverThe song of the cuckoo goes with the smile of the flower.
Running in the blue sky of autumnWhite cloud raft,Buck and Pankauri's teamBack in the evening.
Mother, blessed I am- Blessed motherAs far as I can see,Hope will not be met in one personThis is the boundless sea.
What do I say? motherHow can I forget that you!After death, under your feetGive me a place, mother.
FacebookInstagramYouTube