Volunteering Opportunity

Exploring Our Volunteering Platform

Many thanks for your questions and interest, we appreciate your interest. You must join with us. We give the opportunity to those who will be united & committed with our mission, vision, goals and objectives and our values. He/She can be with us in all kinds of opportunities, such as -volunteer. If anyone is interested then the following email and phone numbers are given, please contact, we will try our best to cooperate with the information. Email: info.waydo@gmail.com  and mobile at : +8801866465947.

Call For Member Application

উপজেলা ভিত্তিক কমিটির সদস্য হওয়ার বিজ্ঞপ্তি । 


সুপ্রিয় স্বেচ্চাসেবক বোনেরা, 


নারী সেবা ও যুব উন্নয়ন সংস্থা (একটি সরকারী নিবন্ধিত নারী নেতৃত্বাধীন সংস্থা যাহার রেজি নং-০১০২) কক্সবাজার জেলার অন্যতম সক্রিয় সংগঠন । ২০২২ সালের জুন মাসে প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটি কক্সবাজার জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি সহ সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ২ বছর ধরে কাজ করে যাচ্ছে । সংস্থাটি ৭ টি উপজেলায় বিভিন্ন কর্মসুচী নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। যেহেতু সংস্থার কার্যপরিধি বাড়ছে সেহেতু পুরো জেলাব্যাপী কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর। তাই কক্সবাজার জেলার প্রত্যেক উপজেলা থেকে ৫-৯ সদস্যবিশিষ্ট উপজেলা ভিত্তিক কমিটি গঠন ও কার্যক্রম সক্রিয়করণের উদ্যেশ্যে এ বছর আমরা এ ব্যাতিক্রমী উদ্যোগ " আমার এলাকায় আমার কাজ" প্লাটফর্ম গঠন করেছি । নিম্নোক্ত শর্তাবলী অনুযায়ী আগ্রহী সকল স্বেচ্চাসেবী বোনদের কে নিজ নিজ দায়িত্বে আবেদন ফর্ম পুরণ করে সাবমিট করার জন্য সংস্থার পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে ।   


শর্তাবলীঃ 


১। ১৮ বছরের উর্ধে হতে হবে । 

২। নুনতম ৮ম শ্রেনী পাস হতে হবে । 

৩। আইডি/জন্ম নিবন্ধনধারী বাংলাদেশী নাগরিক হতে হবে । 

৪। নিজের এলাকায় কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করার মানসিকতা থাকতে হবে । 

৫। রক্তদানে উতসাহী মাঠ পর্যায়ে রক্ত আদান-প্রদানে সচেতনতামুলক কর্মসুচি পরিচালনার মানসিকতা থাকতে হবে । 

৬। বড় প্রোগ্রামগুলোতে সংস্থার প্রয়োজনে প্রধান কার্যালয় কক্সবাজার আসার মানসিকতা থাকতে হবে । 


সুযোগ-সুবিধা: 


১/ সংস্থার ইমেইল আইডি প্রদান করা হবে। 

২/ কর্মসূচি বাস্তবায়নের জন্য ফান্ড দেওয়া হবে। 

৩/ প্রোগ্রাম বা কর্মসূচির প্রয়োজনে যাতায়ত ভাতা প্রদান করা হবে। 

৪/ টি-শার্ট ও ক্যাপ প্রদান করা হবে। 

৫/ অফিসিয়াল কোটি/ভেস্ট প্রদান করা হবে। 

৬/ আইডেন্টিটি কার্ড প্রদান করা হবে। 

৭/ বিভিন্ন নেটওয়ার্ক ও এলায়েন্সের উচ্চতর প্রশিক্ষন, চাকরির সহযোগিতা করা হবে। 

৮/ আমাদের সংস্থায় দাতা সংস্থার তহবিলে বিভিন্ন প্রকল্পে চাকরির সুযোগ দেওয়া হবে। 

৯/ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।


আমাদের সংস্থা সম্পর্কে জানতে ভিজিট করতে পারেনঃ Official Website