CLUB HISTORYHISTORY

রাণাঘাট ফ্রেন্ডস ক্লাব নদীয়া জেলার একটি অন্যতম ক্লাব। এখানে সারা বছর ধরে ফুটবল, ক্রিকেট, সফটবল সহ বিভিন্ন ধরনের খেলাধুলা শেখানো হয়।

আমাদের ক্লাবের কালিপুজা নদীয়া বিখ্যাত । আমরা বিভিন্ন সামাজিক কাজ করে থাকি সারা বছর ধরে। ১৯৬৮ সালে পাড়ার কিছু ছেলেদের নিয়ে গঠিত হয় আজকের ফ্রেন্ডস ক্লাব। ধীরে ধীরে খেলাধুলা ও সামাজিক কাজকর্মের ভিত্তিতে জেলার একটি পরিচিত এবং অন্যতম ক্লাবের সম্মান অর্জন করতে থাকে।


১৯৯২ সাল থেকে পরপর সাব জুনিয়র ফুটবলে জেলা চ্যাম্পিয়ন হয় আমাদের ক্লাব। তারপর ক্রিকেটেও সমান কৃতিত্ব আসে বিগত কয়েক বছর ধরে।। বর্তমানে ক্রিকেটে আমাদের ক্লাবের বেশ কয়েকটি ছেলে কলকাতা ক্লাবে ক্রিকেট খেলছে দক্ষতার সাথে।

আমরা জেলা ক্রিকেট লীগে সাব জুনিয়র , জুনিয়র ও সিনিয়র দল হিসেবে অংশ গ্রহণ করি। জেলা দলেও আমাদের ক্লাবের বেশ কয়েকটি ছেলে প্রতিনিধিত্ব করে বিভিন্ন খেলায়।

আমাদের ক্লাবের ক্রিকেট এবং ফুটবল কোচিং সেন্টার থেকে প্রতিবছর বেশ কয়েকটি প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে। আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে চলেছি। ভবিষ্যতে ভালো খেলোয়াড় তৈরির লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। জীবনের মূল স্রোতে যাতে ভবিষ্যতের খেলোয়াড়রা প্রতিষ্ঠিত হতে পারে সেদিকে সর্বদা আমরা লক্ষ্য রেখে চলেছি। খেলোয়াড় তৈরির সাথে সাথে ভালো মানুষ তৈরি করাও আমাদের নৈতিক কর্তব্য। রানাঘাট ফ্রেন্ডস ক্লাব শুধু মাত্র একটি ক্লাবই নয় একটি প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠান। তাই আমরা খেলোয়াড় তৈরির সাথে সাথে মানুষ গড়ার শিক্ষাও প্রদান করে থাকি।

এটা একদমই সত্যি যে যেসকল শিক্ষার্থীরা খেলোয়াড় হবার আশা নিয়ে আসছে তারা সকলেই যে ভালো খেলোয়াড় হবে একথা বলা খুবই মুশকিল তবে যারা মনযোগ সহকারে শিক্ষা গ্রহন করবে তারা ভালো খেলোয়াড় না হলেও ভালো মানুষ হবে একথা শক্ত ভাবে বলতে পারি।

কারন ভালো খেলোয়াড় হতে গেলে শিক্ষার্থীর সহজাত প্রতিভার প্রয়োজন সেই সাথে দরকার অনেক অধ্যবসায়ের। অফুরন্ত পরিশ্রম ভালো খেলোয়াড় তৈরি করে সুতরাং যে শিক্ষার্থী নিজে পরিশ্রম করবে সে নিশ্চয়ই ভালো খেলোয়াড় হবে। আর ভালো মানুষ হতে গেলে নিজেকে সংযত হতে হবে।

STUDENT OF THE YEAR