হীরের খনি স্কুল
The School of Diamonds
The School of Diamonds
হীরের খনি স্কুল (The School of Diamonds) ২০১৪ সালে ঢাকার রামপুরায় স্থাপিত হয়।
সম্মানিত অভিভাবক, আসসালামু আ’লাইকুম। হীরের খনি স্কুল সাফল্য ও সুনামের সাথে ১১ তম বছরে পদার্পণ করছে। তুলনামূলক কম খরচে উন্নত মানের শিক্ষা প্রদান হীরের খনি স্কুলের দৃঢ় প্রত্যয়। সেই জন্য প্রস্তুত রয়েছি আমরা স্কুলের অভিজ্ঞ ও সু-শিক্ষিত পরিচালনা পরিষদ ও শিক্ষিকাগন।
হীরের খনি স্কুলে প্লে, নার্সারি, কেজি, ১ম শ্রেণি, ২য় শ্রেণি, ৩য় শ্রেণি, ৪র্থ শ্রেণি, ৫ম শ্রেণি, ৬ষ্ঠ শ্রেণি, ৭ম শ্রেণি, ৮ম শ্রেণি এবং ৯ম শ্রেণিতে ভর্তি নেয়া হয় এবং প্লে গ্রুপ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। আমাদের স্কুলের সুযোগ সুবিধা গুলো নিম্নরূপঃ
# বিনামূল্যে সরকারী বই ও বাজার মূল্যে আমাদের নির্ধারিত বই প্রদানের ব্যবস্থা।
# আই. পি. এস. এর মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা। রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা।
# সকল শ্রেণির বইয়ের সহযোগী পড়ালেখার শীট ভর্তির সাথে সাথেই দিয়ে দেয়া হয়।
# আসন সংখ্যা সীমিত। ধারন ক্ষমতার বেশি ছাত্র/ ছাত্রী ভর্তি নেয়া হয়না।
# অভিভাবক বৃন্দের মূল্যবান মতামত, অভিযোগ ও পরামর্শ সাদরে গ্রহন করা হয়।
# প্লে, নার্সারি, কেজি, ১ম, ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম শ্রেণীতে খালি আসনে ভর্তি নেয়া হচ্ছে।
# জরুরী প্রয়োজনে অভিভাবক গন কে মোবাইলে কল / এস এম এস দেয়া হয়।
# স্কুলে ৮০% পড়া করিয়ে দেয়া হয়। CW এর সাথে তাল মিলিয়ে HW দেয়া হয়।
# সম্মানিত অভিভাবককে পড়ালেখার ১০০% জবাবদিহিতা নিশ্চিত করা হয়।
# স্কুলে রয়েছ দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন দায়িত্বশীল শিক্ষিকা মণ্ডলী।
# রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অভিভাবক ছাড়া কারো সাথে শিক্ষার্থী দেয়া হয়না।
# রয়েছে উন্নত, আন্তরিক ও সু-শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ। পর্যাপ্ত পরীক্ষা নেয়া হয়।
# সঠিক ভাবে পাঠদান ও পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়। রয়েছে CT পরীক্ষা।
# ছাত্র/ ছাত্রীর স্কুলে অনুপস্থিতির বিষয়ে অভিভাবককে জানানো হয় ও কারন দর্শানো হয়।