আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত গবেষণা পেপার Publisher TathQeef Scientific Publishing Floor M2 Siadah Business Center P.O. Box: 85084 Abu Dhabi United Arab Emirates Email: contact@updatepublishing.com
আমার লেখা লোকসংগীত ভাওয়াইয়া ও শিল্পীজীবনী বইটি নিয়ে কবি ও প্রাবন্ধিক বিমলেন্দু রায়ের আলোচনা শব্দের মিছিলে-
বিশেষ প্রকাশনা
প্রকাশনা উৎসব
স্মরণীয় কিছু মুহুর্ত
অধ্যাপক মো. মাযহার মান্নান মহোদয়কে আমার লেখা ভাওয়াইয়া বইটি প্রদানকালে
সাধক পাগলা জাহাঙ্গীরকে লোকসংগীত ভাওয়াইয়া ও শিল্পীজীবনী বইটি প্রদানকালে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান মহোদয়কে বই ও পত্রিকা প্রদান
শাাখা ব্যবস্থাপক মো. ফজলুল কবির মহোদয় কর্তৃক ফজল-এ-খোদা রচিত কাজল মাটির গান বইটি প্রদান
ছড়াকার মতিয়ার রহমান, বিমলেন্দু রায় ও সাঈদ সাহেদুল ইসলাম
আবৃত্তিকার আসমা খাতুনকে ভাওয়াইয়া বইটি প্রদান
সাপ্তাহিক আলোর মণি কর্তৃক আয়োজিত হেমন্তের বিকেল অনুষ্ঠানে কবিতা পাঠ
কবি ও প্রাবন্ধিক বিমলেন্দু রায় এর সাথে
বিশিষ্ট লেখক মো. জোবায়ের আলী জুয়েল এর সাথে
মুক্তচিন্তাকেন্দ্র এর পরিচালক শচীমোহন বর্মণ ও লোকসংগীত শিল্পী তিমির বরণ দাস (পশ্চিমবঙ্গ, ভারত )
বিশিষ্ট লোকসংগীত শিল্পী রামকুমার বর্মণ ও চলচ্চিত্র নির্মাতা তপন রায় (পশ্চিমবঙ্গ, ভারত )
আমার ভাওয়াইয়া বইটি অল ইন্ডিয়া যুবলীগ কমিটির সেক্রেটারী মো. আব্দুর রউফ এর হাতে তুলে দেন শব্দ সম্পাদক কবি সরোজ দেব
পশ্চিমবঙ্গের বিশিষ্ট লোকসংগীত শিল্পী রামকুমার বর্মণ, ভাওয়াইয়া শিল্পী রহিমা কলিতা বেগম, ঢোল বাদক মাধব কলিতা, বংশীবাদক নিকুঞ্জ পাঠক ও দোতারা বাদক নুরুদ্দিন মোল্লার সাথে
বিশিষ্ট ছড়াকার শশধর চন্দ্র রায় তাঁর লেখা বই প্রদান করেন
শারদীয় সংখ্যা চিন্ময়ী প্রদান করেন সম্পাদক নিশিকান্ত রায়
সাদিক ইসলাম ও নিশিকান্ত রায় দাদার সাথে
ছোট কাগজটি আমার হাতে তুলে দিলেন আইনজীবী প্রদীপ কুমার রায়
কবি ও গল্পকার কঙ্কনদার সাথে
লোকসংস্কৃতি গবেষক ও মুক্তচিন্তাকেন্দ্র, কোচবিহার এর সম্পাদক শচীমোহন বর্মন এর সাথে
ফ্রান্সের বন্ধু নিকোলাস লনয় এর সাথে ভারতের শিয়ালদহ রেল স্টেশনে
অনলাইন শব্দের মিছিলের সঙ্কলনে
আমার অত্যন্ত স্নেহভাজন ও গল্পকার কর্তৃক আয়োজিত গল্পলেখা প্রতিযোগিতায় দেশসেরা গল্পকার শুভ্র শোভন রায় অর্ক তাঁর লেখা সম্বলিত গল্পের বই তুলে দিচ্ছেন
আরশীনগর,লালমনিরহাট এর পরিচালক বাদশাহ আলম, চলচ্চিত্র নির্মাতা তপন রায়, লোকসংগীত শিল্পী রামকুমার বর্মণ এর সাথে আরশীনগরে